নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের ১০ম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে চার কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সানাউল্লাহ বলেন, ভোটের সময় সকাল ৮টা থেকে বাড়িয়ে সাড়ে ৭টা করা হয়েছে এবং শেষ সময় বিকেল ৪টা থেকে বাড়িয়ে সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা বাড়িয়ে ভোটগ্রহণকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, ভোট পর্যবেক্ষক এবং সাংবাদিকদের কাজ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে জুম মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ায় পর তাদের সাথে একটি সরাসরি সভাও অনুষ্ঠিত হবে।
ইসির তথ্য অনুযায়ী, নির্বাচন সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য গঠিত ১০ সদস্যের কমিটিকে বাড়িয়ে ১৪ সদস্য করা হয়েছে। একজন অতিরিক্ত সচিব কমিটির নেতৃত্ব দেবেন। তার সঙ্গে থাকবেন এনআইডির ডিজি, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, আইন শাখা এবং নির্বাচন ব্যবস্থাপনার কর্মকর্তারা। এছাড়া এলাকাভিত্তিক ১০ জন কর্মকর্তা বিভিন্ন সমস্যার সমাধানে মাঠে কাজ করবেন।
ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কার্যক্রমও শক্তিশালী করা হয়েছে। ৩০০ আসনে ৩০০ কমিটি মাঠে থাকবে। আগের মতো শুধু অনুসন্ধান নয়, প্রয়োজনে তারা বিচারও করতে পারবেন। পাশাপাশি বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও নিজেদের দায়িত্ব পালন করবেন।
সানাউল্লাহ জানান, তফসিল ঘোষণার পরের দিন থেকে প্রতিটি উপজেলা ও থানায় দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি তদারকিতে কাজ করবেন। নির্বাচনের আগের তিন দিন, নির্বাচন দিবস এবং পরের দিনসহ মোট পাঁচ দিন এ তত্ত্বাবধান আরও জোরদার থাকবে। তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের রাজনৈতিক প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হবে। নির্দেশ না মানলে আচরণবিধির আওতায় ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টাল ভোট ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। দেশের বাইরে পাঠানোর জন্য পোস্টাল ব্যালট আগামীকাল থেকেই ছাপা শুরু হবে এবং পরদিন তা বিদেশে পাঠানো হবে। দেশের ভেতরের পোস্টাল ব্যালটের নিবন্ধন তফসিল ঘোষণার দিন থেকে ১৫ দিন চলবে। ইসি চায় ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং আগের তুলনায় আরও কার্যকরভাবে বাস্তবায়িত হোক এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অধীন কর্মীদের ভোট দেওয়ার বিষয়ে উৎসাহ দিক।

01612346119