মহসিন আহমেদের কথায় বিজয় দিবসকে কেন্দ্র করে ছয় শিল্পীর বিশেষ গান

মোঃ জাকির হোসেন

মহান বিজয় দিবসের অনন্য মাহাত্ম্যকে কেন্দ্র করে প্রকাশ পেতে যাচ্ছে ছয়টি বিশেষ গান। গানগুলো লিখেছেন গীতিকবি মহসিন আহমেদ। নতুন গান প্রকাশের মৌসুমে এবার বিজয়ের চেতনাকে আরও গভীরভাবে ধারণ করে তিনি সাজিয়েছেন এক বিস্তৃত গীতিনকশা, যেখানে মুক্তিযুদ্ধের বীরত্ব, আত্মত্যাগ, বেদনা ও আনন্দের বহুপাক্ষিক চিত্র উঠে এসেছে।

গীতিকবি জানান, প্রতিটি গানেই মুক্তিযুদ্ধের ইতিহাস, সংগ্রাম ও বিজয়ের আবেগকে নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল প্রধান।

ছয়টি গানের সুর ও সংগীতায়োজন করেছেন দেশের বরেণ্য সুরকার হিমাদ্রী বিশ্বাস। প্রতিটি গানেই তিনি আলাদা মুড, সুররীতি ও বাদ্যযন্ত্র ব্যবহার করে সৃষ্টিকে করেছেন আরও শ্রুতিমধুর ও শক্তিশালী।

গানে কণ্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় ছয় শিল্পী—
প্রিয়াঙ্কা গোপ, চম্পা বণিক, সাব্বির জামান, মুহিন খান, মিজান মাহমুদ রাজীব ও স্মরণ।
প্রতিটি শিল্পী নিজেদের স্বকীয় ভঙ্গিতে গানগুলোকে নতুন মাত্রা দিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ বেতার স্টুডিওতে গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বিজয় উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

আগামী ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসের দিন সকাল ৯টা ৩০ মিনিটে, বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকেই একযোগে অনুষ্ঠানটি প্রচার হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সুরাইয়া সুলতানা মনিরা ও মো. জসিম উদ্দিন। পুরো আয়োজনটির প্রযোজনা করেছেন শায়লা শারমিন স্নিগ্ধা।

গীতিকবি, সুরকার এবং শিল্পীদের সমন্বয়ে বিজয় দিবসের এই বিশেষ সংগীত-উপস্থাপনাটি শ্রোতাদের কাছে দেশপ্রেমের নতুন অনুভূতি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *