সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের শোক ফোন

নিজস্ব প্রতিবেদক

সুদানে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে এই শোক প্রকাশ করেন।

ফোনালাপে জাতিসংঘ মহাসচিব বলেন, তিনি গভীর সমবেদনা জানাতে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং এ ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। একই সঙ্গে তিনি হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। গুতেরেস বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান, যেন নিহত শান্তিরক্ষীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি তাঁর আন্তরিক সমবেদনা পৌঁছে দেওয়া হয়।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুকে দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি উল্লেখ করে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি আহত সেনাসদস্যদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত উন্নত সুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নিতে এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য জাতিসংঘের সহযোগিতা কামনা করেন।

জবাবে জাতিসংঘ মহাসচিব জানান, আহত শান্তিরক্ষীদের প্রাথমিকভাবে সুদানের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসা ও নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়ে জাতিসংঘ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি আশ্বস্ত করেন।

আহত শান্তিরক্ষীদের চিকিৎসা ও দ্রুত ব্যবস্থাপনার বিষয়ে মনোযোগ দেওয়ায় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান অধ্যাপক ইউনূস। এ সময় তিনি গত রমজানে গুতেরেসের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন।

ফোনালাপে দুই নেতা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে আশ্বস্ত করেন যে, অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জবাবে আন্তোনিও গুতেরেস বাংলাদেশের নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আস্থা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *