বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল এই দিবসকে স্মরণীয় করে রাখতে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনুষ্ঠানের মাধ্যমে এসব স্মারক সামগ্রী আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির আত্মত্যাগ, সাহস ও স্বাধীনতার প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং ইতিহাসকে সংরক্ষণ করতে এমন স্মারক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্মারক ডাকটিকিট ও সিলমোহর কেবল ডাক বিভাগের একটি আনুষ্ঠানিক কার্যক্রম নয়, বরং এটি আমাদের স্বাধীনতার ইতিহাসকে সম্মান জানানোর একটি মাধ্যম বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিন। উপস্থিত অতিথিরা স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহরের নকশা ও তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান বলেন, জাতীয় দিবসগুলোকে কেন্দ্র করে স্মারক ডাকটিকিট প্রকাশ দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাবে। ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিন জানান, স্মারক ডাকটিকিট ও খাম দেশব্যাপী নির্ধারিত ডাকঘরগুলোতে সংগ্রহের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা স্মারক সামগ্রী পরিদর্শন করেন এবং মহান বিজয় দিবসের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *