অনলাইন রিপোর্ট
সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর জানানো হয়।
হাদির মৃত্যুতে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়ে ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে পৃথক পোস্ট দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। একইভাবে শোক প্রকাশ করেছেন এনসিপির নেতারা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে হাদির মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।
হাদির মৃত্যুতে বিএনপি, এনসিপি ও ইসলামী আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও পৃথক শোকবার্তা প্রকাশ করা হয়েছে। শোকবার্তাগুলোতে তার রাজনৈতিক ভূমিকা, সাহসী বক্তব্য এবং আন্দোলনমুখী অবস্থানের কথা স্মরণ করা হয়। অনেকেই তাকে একজন স্পষ্টভাষী ও আপসহীন সংগঠক হিসেবে উল্লেখ করেছেন।
এর আগে গতকাল বুধবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদিকে দেখতে হাসপাতালে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। এ সফরের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পায়। পরে বুধবার রাত ৯টা ৪০ মিনিটে তিনি ফোনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হাদির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। তখন তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকার পর শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। শরিফ ওসমান হাদির মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও অনুসারীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। বিভিন্ন মহল তার আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

01612346119