নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সরকারি স্বার্থ সংরক্ষণ এবং মামলার দীর্ঘসূত্রতা ও জট নিরসনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্ট আইন, বিধি ও প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন সম্পর্কে অজ্ঞতা বা অসচেতনতা মামলার ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষতির কারণ হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, একটি সুশৃঙ্খল সমাজ ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে দাপ্তরিক কার্যক্রমে আইন মেনে চলার কোনো বিকল্প নেই। মামলা পরিচালনার ক্ষেত্রে সঠিক আইনি জ্ঞান, সময়োপযোগী পদক্ষেপ এবং পেশাদারিত্ব নিশ্চিত করা গেলে সরকারি সম্পদ ও স্বার্থ সুরক্ষিত থাকবে।
আজ বৃহস্পতিবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন, এসএফ লেখার কৌশল ও করণীয়’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারি মামলায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে নিয়মিত ও কার্যকর যোগাযোগ বজায় রাখতে হবে। মামলার জবাব প্রস্তুত, এসএফ (স্টেটমেন্ট অব ফ্যাক্টস) প্রণয়ন এবং প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। সঠিক তথ্য, প্রমাণ ও যুক্তির সমন্বয়ে মামলা পরিচালনা করা হলে ন্যায়বিচার নিশ্চিত করা সহজ হয়।
মাহবুবা ফারজানা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ করলে সরকারি মামলার মান উন্নত হবে এবং অপ্রয়োজনীয় আইনি জটিলতা হ্রাস পাবে। দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে আইন মেনে কাজ করার মাধ্যমে সরকারের হাত আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী হিসেবে আইন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা আমাদের পেশাগত দায়িত্বের অংশ। সঠিক আইনি প্রক্রিয়ায় মামলা পরিচালনা করা হলে সরকারি সম্পত্তি সুরক্ষা পাবে এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলার সংখ্যা কমে আসবে।
তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, এই কর্মশালা থেকে অর্জিত জ্ঞান যেন শুধু তাত্ত্বিক পর্যায়ে সীমাবদ্ধ না থাকে, বরং কর্মক্ষেত্রে তা সঠিকভাবে প্রয়োগ করা হয়।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, আইন কর্মকর্তা (জেলা জজ) মো. মাসুদ পারভেজ, যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা এবং উপসচিব শারমিন সুলতানা। তাঁরা সরকারি মামলার জবাব প্রস্তুত, এসএফ লেখার কৌশল, প্রাসঙ্গিক আইন ও বিধি-বিধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
রংপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় রংপুর বিভাগে কর্মরত তথ্য অধিদফতর, গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন পর্যায়ের মোট ২৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

01612346119