অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর

জালাল উদ্দিন

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আবারও বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা আগামী ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

এর আগে নিয়ম অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বর। পরবর্তীতে ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। এবার আরও এক মাস সময় বাড়ানোর ফলে করদাতারা বাড়তি স্বস্তি পেলেন।

রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩৩৪-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার (HUF)-এর করদাতাদের জন্য ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখ ৩০ নভেম্বর ২০২৫-এর পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

এনবিআর সূত্রে জানা গেছে, চলতি কর বছরে ইতোমধ্যে ১০ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। গত ৪ আগস্ট ২০২৫ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এনবিআরের ওয়েবসাইটের মাধ্যমে ই-রিটার্ন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

চলতি বছর বিশেষ আদেশের মাধ্যমে কিছু শ্রেণির করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছেন—

  • ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ করদাতা
  • শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি
  • বিদেশে অবস্থানরত করদাতা
  • মৃত করদাতার আইনগত প্রতিনিধি
  • বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক

তবে এসব শ্রেণির করদাতারাও চাইলে স্বেচ্ছায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

এদিকে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে রিটার্ন দাখিল ব্যবস্থা সহজ, সময় সাশ্রয়ী ও স্বচ্ছ হওয়ায় করদাতাদের অংশগ্রহণ বাড়ছে। ভবিষ্যতে সব করদাতাকে ধাপে ধাপে এই ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *