বিএনপির-জামায়াত প্রার্থীদের ঐক্যবদ্ধ উন্নয়নের ঘোষণা

মোঃ ওমর ফারুক খান জুবায়ের

সংসদীয় আসন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব মো: আয়নুল হক, জনাব আলহাজ্ব মোঃ দুলাল হোসেন খান, জনাব মোঃ রাহিদ মান্নান লেলিন, জনাব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন ও জনাব মো: আমিনুল বারী তালুকদার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর ড. আব্দুস সামাদ আজ শুক্রবার জুমার নামায আদায় করেছেন তাড়াশ উপজেলাধীন শাহ শরীফ জিন্দানী মাজার মসজিদে।

দল দুইটির বেশ কিছু কর্মী-সমর্থক সহ তারা সবাই একই সাথে এই মসজিদে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জুমার নামায আদায় করেন। জামায়াত মনোনীত প্রার্থী ড. মাওলানা আব্দুস সামাদ জুমার আলোচনা ও খুতবা প্রদান করেন এবং নিজেই নামাযের ইমামতি করেন। নামায শেষে বিএনপির প্রার্থীরা একে অপরকে সম্মান দিয়ে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় তারা সকলেই এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশের রাজনীতিতে একটি বিরল ঘটনা। দেশের রাজনীতিবিদদের মধ্যে এমন ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ দেখে এলাকাবাসী উচ্ছ্বসিত। দেশের রাজনীতিতে এটি খুবই ইতিবাচক। আগামীতে এ ধারা অব্যাহত রাখতে পারলে রাজনীতিবিদরা সবাই সম্মানিত হবেন এবং এলাকার কাঙ্খিত উন্নয়ন সম্ভব হবে। বিষয়টি ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এই নির্বাচনী এলাকাটিতে। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন সৌহার্দপূর্ণ পরিবেশ পেলে জনগণ তাদের যোগ্য প্রার্থীকে বেছে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করবে। এ সময় স্থানীয়ভাবে উপস্থিত জনগণ তাদের সবার জন্যই শুভকামনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি