সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

খান নাজমুল হুসাইন

সাতক্ষীরা কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ভারতে আটক ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। হস্তান্তরকৃত বাংলাদেশিদের মধ্যে ৪ জন পুরুষ, ৮ জন নারী ও ২ জন শিশু রয়েছে। শনিবার রাত ১১টার দিকে বিজিবি তাদেরকে এক সাধারনডায়েরীর মাধ্যমে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এর আগে, শনিবার বিকালে সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করেন।

আটককৃতদের সবারই বাড়ি ঢাকা, গাজীপুর, খুলনা, গোপালগঞ্জ ও সাতক্ষীরায়। সাতক্ষীরার কুশখালী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ হাছিবুর রহমানের দায়ের করা সাধারন ডায়েরীর মাধ্যমে জানা যায়, শনিবার দুপুরে ভারতের আমুদিয়া বিএসএফ চেক পোষ্ট পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয় উক্ত ১৪ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু। এর পর বিকাল ৫টার দিকে সীমান্তের জিরো পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএস এর আমুদিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনস্থ কুখালী বিওপির বিজিবি কমান্ডার নায়েক সুবেদার হাছিবুর রহমানের মধ্যস্থতায় এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয় । ডায়েরীতে আরো উল্লেখ করা হয়, পরে উর্দ্ধতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে ভারতের বিএসএস হাতে আটক বাংলাদেশী নাগরিকদের সাতক্ষীরা সদর থানায় সাধারন ডায়েরীর মাধ্যমে পুলিশের জিম্মায় তাদেরকে হস্তান্তর করা হয়।

বিজিবি হস্তান্তরকৃতদের বরাত দিয়ে জানান, তারা দীর্ঘদিন ভারতের বোম্বে ও কলকাতার রাজা বাজারে বাসাবাড়ি, বিভিন্ন ফ্যাক্টরি ও দোকানে কাজ করতো এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, হস্তান্তরকৃত দুই শিশুসহ ৮ জন নারী ও ৪ জন পুরুষকে থানা হেফাজতে রাখা হয়েছে। আজ রবিবার তাদের নাগরিকত্ব যাচাই—বাছাই শেষে তাদের স্ব স্ব স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য ঃ এর আগে গত ১৮ জুন একইভাবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুশখালী সীমান্ত দিয়ে আরো ৬ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি