আমাদের সম্পর্কের কথা সবাই জানে : মাহি

বিনোদন ডেস্ক

এখনকার সময়ে ছোট পর্দায় পছন্দের মুখ অভিনেত্রী সামিরা খান মাহি। ক্যারিয়ারের করেছেন বহু নাটক, অল্প সময়েই শোবিজ অঙ্গনে দেখিয়েছেন বেশ চমকও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা বলেছেন মাহি। ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এখন ওটিটিতে কাজ আগের তুলনায় কম হচ্ছে। সেটার কারণ আমাদের দেশের পরিস্থিতি, বাজেট এসবই। ভালো কাজ পেলে অবশ্যই করব।’

মাহিকে বড় পর্দায় দেখা যাবে কবে- এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার কাছে মনে হয় কি, বড় পর্দার জায়গাটা অনেক বড় একটা জায়গা; একদম পারফেক্ট ভাবে নিজেকে তৈরি না করে মুভ করাটা রঙ ডিসিশন।’বিয়ে কবে করছেন সে প্রসঙ্গে মাহি জানালেন, সময় নিচ্ছেন তিনি। তবে বিয়ে করলে সবাইকে জানিয়েই করবেন। মাহির কথায়, ‘সম্পর্কের কথা সবাই জানে, আমরা আমাদের সময় নিচ্ছি। মানুষের সঙ্গে যখন সম্পর্ক হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা ভাবে যে এই মানুষটার সঙ্গেই থাকব এবং থাকতে চাই। আমি সব দিয়ে ট্রাই করব থাকার, আমার সবটা দিয়ে। কিন্তু কিছু ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন থাকে, সম্পর্ক টিকে থাকে না। সেটা প্রেমের সম্পর্ক হোক বা বিয়ে। আমাদের অবশ্যই পরিকল্পনা রয়েছে, তারপরও নির্ভর করছে।’

প্রসঙ্গত, মাস দুয়েক আগে হঠাতই গুঞ্জন ছড়ায় অভিনেত্রী সামিরা খান মাহির সম্পর্ক ভেঙে গেছে। বিষয়টি অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন। গত ৪ বছর ধরেই সাদাত শাফি নাবিল নামের একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। বছর দুয়েক আগে প্রকাশ্যে এসেছিল তাদের প্রেমের বিষয়টি। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মাহি বলেন, ‘চার বছরের প্রেমের সম্পর্ক আমাদের। একটা স্ট্যাটাস দিয়েছিলাম শুধু যে, বেশ কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছি। এটাকেই মানুষ ভিন্নভাবে নিয়েছে। আমি কোথাও বলিনি আমাদের ব্রেকআপ হয়ে গেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি