
ম্যাজিস্ট্রেট আদেশে তদন্তে মিরপুর থানা
বিশেষ প্রতিনিধি
ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে লেখক সুমিয়া সিমুর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি ফৌজদারী মামলা দায়ের হয়েছে। গত ২০শে জুন ২০২৫ তারিখে আদালত মামলাটি আমলে নিয়ে মিরপুর থানার অফিসার ইন চার্জকে তদন্তের নির্দেশ দেন। মামলার নম্বর – সি.আর. -৫২৫/২০২৫। এই মামলাটি ফৌজদারী দন্ডবিধির ২৯৫(এ) এবং ৫০৫(১)(খ) ধারার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ৬৬ ধারার অধীনে দায়ের করা হয়েছে।
মামলাটির বাদী হিসেবে মোঃ আবু তাহের মোল্লা দাবি করেন, অনলাইন নিউজ পোর্টাল Barishal Metro-তে গত মে মাসে প্রকাশিত “বাংলাদেশ কি তালেবান রাষ্ট্রের পথে? ইসলামী চরমপন্থা, জয়যাত্রা আর রাষ্ট্রের লজ্জাজনক নীরবতা” শিরোনামের প্রবন্ধটি ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে রচিত হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, উক্ত লেখার মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চালানো হয়েছে।
বাদীর মতে, লেখক রাষ্ট্র ও ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে অসত্য, উস্কানিমূলক এবং মানহানিকর মন্তব্য করেছেন, যা ধর্মীয় সহিষ্ণুতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমিকর। তিনি লেখাটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন। মামলায় প্রধান আসামী হিসেবে সুমিয়া সিমুর নাম উল্লেখ করা হয়েছে, যিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। আদালতের আদেশ অনুযায়ী মামলার তদন্ত দায়িত্বে রয়েছে মিরপুর মডেল থানা। এই বিষয়ে সুমিয়া সিমুর পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তদ্রূপ, Barishal Metro অনলাইন পোর্টাল বা সংশ্লিষ্ট সাংবাদিকদের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি।