
একটি নিখোঁজ সংবাদ


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের অন্তর্গত আজুখাইয়া ৭নং ওয়ার্ডে বাসিন্দা, শফিউল আলমের ছেলে কুতুপালং উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র জিল্লুর রহমান গত ২২ জুন ২০২৫ইং তারিখ রোজ রবিবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি, বিষয়টি নিশ্চিত করেছেন জিল্লুর রহমানের পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায় ছেলেটি প্রতিদিন স্কুলে যাওয়া আসা করতে দেখা যেতো, খুবই একটা ভালো ছাত্র হঠাৎ করে নিখোঁজের খবর শুনে এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন,আরো জানান কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ছেলেটিকে খোঁজ পান রাজধানী টেলিভিশনের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
এই বিষয় নিয়ে নাইক্ষ্যংছড়ি’র ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র এসআই গোলাম কিবরিয়া প্রতিবেদক কে বলেন..নিখোঁজ ছেলের পরিবার গত ২৫ জুন নাইক্ষ্যংছড়ি থানায় একটি জিডি করেন এই বিষয়ে থানা পুলিশ নিখোঁজ ছেলেটির সন্ধানে কাজ করছেন ।
এই বিষয়ে কুতুপালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রোপন দেওয়ানজী বলেন…ষষ্ঠ শ্রেণীর ছাত্র জিল্লুর রহমান গত ২২ জুন নিখোঁজ হওয়ার বিষয়টি পরিবার আমাদেরকে অবগত করেননি, এই বিষয় নিয়ে আমরা এখন অবগত হয়েছি, । আমরা চাই ছাত্রটা যেন সবার সহযোগিতায় নিরাপদে বাড়ি ফিরে আসে।

eukoa4
x2ln9s
yvpqnf
nv5ei4
w5ycrb
6c78b5
b5ds6x
h7bvvy