সন্তানকে ফিরে পেতে জিল্লুর পরিবারের আহাজারী চাই সবার সহযোগিতা

একটি নিখোঁজ সংবাদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের অন্তর্গত আজুখাইয়া ৭নং ওয়ার্ডে বাসিন্দা, শফিউল আলমের ছেলে কুতুপালং উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র জিল্লুর রহমান গত ২২ জুন ২০২৫ইং তারিখ রোজ রবিবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি, বিষয়টি নিশ্চিত করেছেন জিল্লুর রহমানের পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায় ছেলেটি প্রতিদিন স্কুলে যাওয়া আসা করতে দেখা যেতো, খুবই একটা ভালো ছাত্র হঠাৎ করে নিখোঁজের খবর শুনে এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন,আরো জানান কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ছেলেটিকে খোঁজ পান রাজধানী টেলিভিশনের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

এই বিষয় নিয়ে নাইক্ষ্যংছড়ি’র ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র এসআই গোলাম কিবরিয়া প্রতিবেদক কে বলেন..নিখোঁজ ছেলের পরিবার গত ২৫ জুন নাইক্ষ্যংছড়ি থানায় একটি জিডি করেন এই বিষয়ে থানা পুলিশ নিখোঁজ ছেলেটির সন্ধানে কাজ করছেন ।

এই বিষয়ে কুতুপালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রোপন দেওয়ানজী বলেন…ষষ্ঠ শ্রেণীর ছাত্র জিল্লুর রহমান গত ২২ জুন নিখোঁজ হওয়ার বিষয়টি পরিবার আমাদেরকে অবগত করেননি, এই বিষয় নিয়ে আমরা এখন অবগত হয়েছি, । আমরা চাই ছাত্রটা যেন সবার সহযোগিতায় নিরাপদে বাড়ি ফিরে আসে।

8 thoughts on “সন্তানকে ফিরে পেতে জিল্লুর পরিবারের আহাজারী চাই সবার সহযোগিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি