প্রবাসীর বাড়িতে হামলা, বিদ্যুৎ মিটার চুরি ও প্রাণনাশের হুমকি

কবির হোসেন রাকিব

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নং উত্তর চরআবাবিল ইউনিয়নের ২নং ওয়ার্ডের আসকল সর্দার বাড়িতে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর, বিদ্যুৎ মিটার চুরি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় তিন প্রতিবেশীর বিরুদ্ধে। ভুক্তভোগী গৃহিণী মিনারা জানান, অভিযুক্তরা হলেন—জয়নাল সর্দার, রশিদ সর্দার ও মাইন উদ্দিন সর্দার—তিনজনই একই এলাকার আসকল সর্দার বাড়ির বাসিন্দা। তিনি বলেন, তাদের সঙ্গে আগে থেকেই জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২২ ফেব্রুয়ারি দুপুরে তারা তার স্বামীর অনুপস্থিতিতে (সৌদি প্রবাসী) বসতঘরে হামলা চালায়।

অভিযোগে মিনারা উল্লেখ করেন, হামলাকারীরা প্রথমে বিদ্যুৎ মিটারে ইট ছুঁড়ে মারেন, এতে মিটারটি বোর্ড থেকে খুলে পড়ে যায়। এরপর তারা মিটার তার কেটে নিয়ে যায় এবং তাকে ঘর ছাড়তে বলে। পাশাপাশি তাকে এবং তার সন্তানদের ক্ষতি করার হুমকি দেয়। তিনি আরও জানান, আমি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে স্থানীয় মুরশিদা আক্তার অভিযোগে সাক্ষ্য দিয়েছেন।

ভুক্তভোগী মিনারা বিষয়টি স্থানীয় বিদ্যুৎ অফিসে জানালে সেখান থেকে তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি রায়পুর থানায় লিখিত অভিযোগ করেন।তিনি অভিযোগ করে বলেন, “তারা শুধু মিটার নিয়েই ক্ষান্ত হয়নি। থানায় বৈঠকের দিন আমি অসুস্থ হয়ে হাসপাতালে গেলে সেই সুযোগে ঘরের বাইরে থাকা পানির লাইনসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে তারা।”

অভিযুক্ত জয়নাল সর্দারকে না পাওয়া গেলেও তার পিতা রশিদ সর্দার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানার বৈঠকে তারা উপস্থিত হইনি, তাই আমার ছেলে ক্ষিপ্ত হয়ে এসব করেছে। এ বিষয়ে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. আজাদ বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি