ফুটপাত দখলমুক্ত করতে চসিকের নিয়মিত অভিযান

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর স্টেশন রোড, নিউ মার্কেট মোড় ও রিয়াজুদ্দিন বাজার এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। একইসঙ্গে যেসব দোকানে ট্রেড লাইসেন্স ছিল না, তাদের তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়েছে। বুধবার পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। অভিযানে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ৯টি মামলায় ৯ জন দোকানিকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন চসিক মেয়রের একান্ত সচিব মারুফুল ইসলাম চৌধুরী, কর কর্মকর্তা বিপ্লব কুমার চৌধুরী, চসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা। অভিযান সম্পর্কে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, “পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে ফুটপাত দখল করে রাখা দোকানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। যাদের ট্রেড লাইসেন্স নেই, তাদের তা নিতে হবে, নতুবা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “পূর্বে হকার নেতারা বেলা ৩টার পর ব্যবসা পরিচালনার আশ্বাস দিলেও তা মানা হয়নি। তবে আজকের অভিযানের পর হকাররা বেলা ৩টার আগে ব্যবসা করবেন না এবং স্থায়ী দোকানের পরিবর্তে চাকাযুক্ত গাড়িতে ভ্রাম্যমাণভাবে ব্যবসা পরিচালনা করবেন বলে জানিয়েছেন।” চসিক সূত্রে জানা গেছে, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান চলমান থাকবে। সিটি মেয়রের ‘ক্লিন, গ্রীন ও হেলদি সিটি’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে সিটি কর্পোরেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি