এবার সন্তান জন্ম দিলেই নগদ অর্থ মিলবে দম্পতিদের

আন্তর্জাতিক ডেস্ক

জনসংখ্যা সংকটে পড়া চীন সন্তান জন্মে উৎসাহ দিতে চালু করছে নতুন প্রণোদনা। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সন্তান জন্ম দিলেই প্রতিটি চীনা দম্পতি পাবেন নগদ ৩ হাজার ৬০০ ইউয়ান (প্রায় ৭৮ হাজার টাকা)। সন্তানের বয়স তিন বছর না হওয়া পর্যন্ত প্রতি বছর এই অর্থ সহায়তা দেওয়া হবে।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস জানায়, সরকারের এই সিদ্ধান্ত জন্মহার বাড়িয়ে দীর্ঘমেয়াদি জনসংখ্যা সংকট মোকাবেলার অংশ। বিশ্বব্যাংক তথ্য অনুযায়ী, বর্তমানে চীনের জনসংখ্যা প্রায় ১৪১ কোটি। ২০২৩ সালে জনসংখ্যায় ভারতের কাছে শীর্ষ অবস্থান হারায় দেশটি। জন্মহার হ্রাসের কারণে চীন ইতোমধ্যেই ভুগছে বয়স্ক জনগোষ্ঠী বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষম জনগণের ঘাটতিতে।

প্রসঙ্গত, ১৯৮০-এর দশকে চীন চালু করেছিল এক সন্তান নীতি। কিন্তু জন্মহার হ্রাস পাওয়ায় ২০১৬ সালে চালু করা হয় দুই সন্তান নীতি, এবং ২০২১ সালে তিন সন্তান নীতি। তবু জন্মহার বাড়েনি— বরং ২০২২, ২০২৩ ও ২০২৪ সাল ধরে তিন বছরই রেকর্ড পরিমাণ কম জন্ম হয়েছে। জাতিসংঘ পূর্বাভাস দিয়েছে, এভাবে চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে চীনের জনসংখ্যা নেমে আসতে পারে ১৩০ কোটিতে, এবং ২১০০ সালের মধ্যে তা কমে হতে পারে ৮০ কোটি।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

One thought on “এবার সন্তান জন্ম দিলেই নগদ অর্থ মিলবে দম্পতিদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি