
বিনোদন প্রতিবেদক

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া শুধু টিভি পর্দায় নয়, সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব। বর্তমানে অভিনয় থেকে কিছুটা বিরতিতে রয়েছেন তিনি, কারণ এখন চাকরির ব্যস্ততায় দিন কাটছে তার। দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কয়েক মাস ধরে কর্মরত আছেন ফারিয়া। সম্প্রতি ছুটির সুযোগে ঘুরতে গেছেন শ্রীলঙ্কায়। ঘুরে বেড়াচ্ছেন দেশটির গল শহরের বিভিন্ন পর্যটন এলাকায়।
ফারিয়ার ফেসবুক পোস্টে দেখা যায়, তিনি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন; মুখে মিষ্টি হাসি, পরনে কালো পোশাক, কাঁধে ছোট ব্যাগ—সব মিলিয়ে এক স্বতঃস্ফূর্ত পর্যটকের রূপে ধরা দিয়েছেন তিনি। নিখাদ আনন্দ ও ভ্রমণের উচ্ছ্বাসে যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছেন।শ্রীলঙ্কার ‘কোকোনাট হিল’ ফারিয়াকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। তিনি লিখেছেন,
“একটা স্বপ্নের জায়গা—‘কোকোনাট হিল, মিরিসা’। যেখানে আকাশ সোনালি আভায় জ্বলে ওঠে, নারিকেল গাছ বাতাসে গোপন কথা বলে, আর সূর্য ধীরে ধীরে মিলিয়ে যায় অসীম নীল সাগরের মাঝে।”
এই ভ্রমণকে নিজের স্বপ্নপূরণের অংশ হিসেবে উল্লেখ করে ফারিয়া আরও লেখেন, “আরেকটা স্বপ্ন পূরণ হলো। তালিকা থেকে মুছে ফেলেছি ঠিকই, কিন্তু হৃদয়ে গেঁথে রইল চিরদিনের মতো।” তার পোস্টে মুগ্ধ হয়ে পড়েছেন ভক্তরাও। একজন মন্তব্য করেছেন, “আমার প্রিয় অভিনেত্রী, আপনি এখন নাটক করেন না কেন?” আরেকজন লিখেছেন, “সুন্দর জায়গায় সুন্দর মানুষ।” এভাবেই মন্তব্যের ঘর ভরে উঠছে ভালোবাসায়।
শবনম ফারিয়ার এক দশকেরও বেশি সময়ের অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন বহু জনপ্রিয় নাটক ও টেলিছবি। উল্লেখযোগ্য একক নাটকের মধ্যে রয়েছে—‘বুক ভরা ভালোবাসা’, ‘তবু ভালোবাসি তোমায়’, ‘কালো বরফ’, ‘মাকে আমার পরে না মনে’, ‘মাছ পাখি ও তুমি’। আর ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে—‘সোনার সেকল’, ‘দোস্ত দুশমন’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘বকুলপুর’, ‘শান্তিপুরীতে অশান্তি’ ইত্যাদি।

তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ‘দেবী’ সিনেমায় নিলু চরিত্রে তার অভিনয় দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন শবনম ফারিয়া। তবে ২০২০ সালের ২৭ নভেম্বর তাদের দাম্পত্যজীবন ভিন্ন পথে মোড় নেয়। বর্তমানে তিনি নিজের মতো করেই জীবন উপভোগ করছেন।