জুলাই অভ্যুত্থান দেশগঠনের অঙ্গীকারে কুষ্টিয়া থেকে অষ্টম পদযাত্রা

বাদল, কুষ্টিয়া প্রতিনিধি

দেশ গঠনের অঙ্গীকার নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অষ্টম তথা জুলাই পদযাত্রা আজ (০৮ জুলাই) দুপুর ১২:৩০টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। কুষ্টিয়ার কৃতি সন্তান আবরারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে যাত্রা শুরু করেন কেন্দ্রীয় নেতা নাহিদ শারজিত আবদুল্লাহসহ দক্ষিণাঞ্চলের নেতৃবৃন্দ।

এরপর নেতারা কুষ্টিয়ার প্রাণকেন্দ্র পাঁচ রাস্তার মোড় (এনএস রোড)-এ অবস্থান নেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তারা পথচারী, দোকানদার, স্থানীয় বাসিন্দা ও তরুণদের কাছে গিয়ে জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য, প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করেন। একইসঙ্গে তারা মানুষের দুঃখ-দুর্দশার খোঁজখবর নেন, তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং আশ্বাস দেন—এনসিপির নেতৃত্বে দেশ বদলাবে, শুধু সরকারের নয়, চেতনারও পরিবর্তন ঘটবে। নাহিদ শারজিত আবদুল্লাহ বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল একটি গণজাগরণ, যেখানে উদ্দেশ্য ছিল দেশের ভাঙা সিস্টেমকে পাল্টানো, দুর্নীতির অবসান ঘটানো এবং একটি মানবিক রাষ্ট্র গঠন করা। শুধু ক্ষমতার জন্য নয়, এটা ছিল জনগণের সম্মান ও অধিকার ফিরিয়ে আনার লড়াই।”

এনসিপি নেতাদের আগমনে স্থানীয় লোকজন স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন, একাধিক তরুণ বলেন, “অনেক বছর পর মনে হচ্ছে কেউ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। শুধু ভোট চায় না, কথা শোনে!” পদযাত্রার মাধ্যমে এনসিপি নেতারা কুষ্টিয়া থেকে শুরু করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা ঘুরে জনগণের সাথে প্রত্যক্ষ সংলাপে অংশ নেবেন। তারা দাবি করেছেন—এই পদযাত্রা হবে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তৈরির একটি ঐতিহাসিক ধাপ।

এনসিপির অষ্টম পদযাত্রা শুধু রাজনীতির একটি ইভেন্ট নয়—এটি একটি নতুন রাজনৈতিক চেতনার উৎস, যেখানে ক্ষমতার পরিবর্তনের চাইতে অধিক গুরুত্ব পাচ্ছে জনগণের অন্তরের পরিবর্তন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *