মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে হামলার প্রতিবাদে

শাহনাজ বেগম

গোপালগঞ্জে এনসিপি (ন্যাশনাল কনজারভেটিভ পার্টি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট গোলচত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা চলাকালে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে এনসিপির গাড়িবহর ভাঙচুর করা হয়। বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি একটি গণতান্ত্রিক কর্মসূচিতে নগ্ন হস্তক্ষেপ এবং রাজনৈতিক সহিষ্ণুতার চরম উদাহরণ।

বক্তারা আরও বলেন, হামলার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় সারা দেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি