
এস এম বাদল
কুষ্টিয়া প্রতিনিধি
আলহামদুলিল্লাহ। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া ইউনিটের জন্য শুরু হয়েছে একটি নতুন অধ্যায়। সম্প্রতি এই ইউনিটের এডহক কমিটি গঠন ও কেন্দ্র থেকে আনুষ্ঠানিক অনুমোদন লাভ করেছে। এই কমিটিতে রাজনীতিবিদ ও সমাজসেবক আখতারুজ্জামান কাজলকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়েছে।
এই মনোনয়ন কুষ্টিয়াবাসীর জন্য নিঃসন্দেহে একটি আশার আলো এবং মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
কমিটির ঘোষণা উপলক্ষে সম্প্রতি কুষ্টিয়ায় তার নিজস্ব অফিসে আয়োজিত এক ফুলেল সংবর্ধনায় খোকসা থানা বিএনপির পক্ষ থেকে
আখতারুজ্জামান কাজলকে সম্মাননা জানানো হয়। এতে কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খোকসা থানার বিএনপির নেতৃবৃন্দ মধ্যে ছিলেন, নাফিস আহম্মেদ খান রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, খোকসা থানা বিএনপি, এবি এম হাফিজুর কবির ফারুক, সিনিয়র সহ-সভাপতি, খোকসা পৌর বিএনপি, সুনাম মোর্শেদ, সভাপতি, শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজ, মোঃ ফরহাদ হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, খোকসা থানা যুবদল, “রেডক্রিসেন্টের মানবিক কার্যক্রমে আখতারুজ্জামান কাজলের অন্তর্ভুক্তি কুষ্টিয়ার জন্য একটি বড় প্রাপ্তি। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং সমাজসেবার মানসিকতা ইউনিটকে আরও শক্তিশালী করবে।”
অনুষ্ঠান শেষে সবার মাঝে মিষ্টি খাওয়া খাইয়ি হয়। এডহক কমিটির নতুন সদস্যদের মাধ্যমে রেডক্রিসেন্ট কুষ্টিয়া ইউনিট আশু মানবসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়