জুলাই যোদ্ধা ওসমান হাদী মৃত্যুতে নারায়ণগঞ্জ ৫ আসন মুক্তিজোটৈর আমজাদের শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধ

ইনক্লাবের মুখপাত্র রাজপথের সাহসী বীর ছাত্রনেতা একোদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা ৮ আসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদি মৃত্যুতে বাংলাদেশ সাংস্কৃতিক (মুক্তিজোট) মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফটো সাংবাদিক এইচ এম আমজাদ হোসেন মোল্লা সোশ্যাল মিডিয়া (ফেসবুক) মাধ্যমে গভীর দুঃখ প্রকাশ করেন, আল্লাহপাক পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন, দেশবাসী সকলে দোয়া করবেন,

বিপ্লবী ওসমান হাদীকে মহান আল্লাহ পাক শহীদ হিসেবে কবুল করুন। অন্যায়ের বিরুদ্ধে তার সাহসিকতা থেকে এ দেশে হাজার হাজার তরুণ প্রজন্মের মাঝে ওসমান হাদী অনুপ্রাণিত হওয়ে থাকুবে, আল্লাহ পাক সকল কে তাওফিক দান করুন , এবং আমি সকল কে জানিয়ে রাখতে চাই বাচলে বাচার মত বাঁচুন, বাঁচতে হলে- লড়তে হবে, ঐ লড়াইয়ে জিততে হবে, হে যুবক ভয় নেই – সামনে দিকে অগ্রসর হও, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও মনে রেখো জন্মিয়েছো- একদিন মৃত্যু হবেই নিশ্চিত, আমি মরে গেলেও আমার মত হাজার হাজার তরুণ বেচে থাকবে এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *