মুরাদনগরে হেজাজীয়া এতিমখানায় ২৬ জন হাফেজ শিক্ষার্থীর পাগড়ী প্রদান

মাহমুদুল হাসান ভূইঁয়া
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লার মুরাদনগরে রহিমপুর হেজাজীয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় ২৬ জন শিক্ষার্থীর হিফজুল কুরআন সমাপনী উপলক্ষে পাগড়ী প্রদান ও ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ পাগড়ী প্রদান ও ইসলাহী মাহফিলে এলাকার আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য
মুফতি নোমান আহমেদের সঞ্চালনায় এবং রায়তুশ শরফ আনজুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

  • মেজর (অব.) এ কে এম হাফিজ আহমেদ,
  • মুরাদনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ,
  • ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী,
  • মাওলানা হাবিবুল্লাহ হেলালী
    অনুষ্ঠানে ২৬ জন হিফজ সম্পন্ন শিক্ষার্থীকে পাগড়ী পরিয়ে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি নুরুল ইসলাম পাটোয়ারী।
    প্রধান অতিথির অভিমত
    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,

“কুরআনের হাফেজরা জাতির নৈতিক দিশারি। তাদের মাধ্যমেই সমাজে শান্তি, ন্যায় ও আলোকিত মানবতা প্রতিষ্ঠা সম্ভব। সমাজ গঠনে তাদের ভূমিকা অপরিসীম।”
আয়োজকদের বক্তব্য
অনুষ্ঠানটি পরিচালনা করেন রহিমপুর হেজাজীয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মো. কাজী লোকমান।
তিনি বলেন: “প্রতি বছর আমাদের প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থী কুরআন মুখস্থ সম্পন্ন করে, তাদের পাগড়ী প্রদান আমাদের ঐতিহ্য। এটি তাদের অনুপ্রেরণার উৎস এবং সমাজে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখার প্রতীক।”
ইসলাহী মাহফিলে দোয়া
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

One thought on “মুরাদনগরে হেজাজীয়া এতিমখানায় ২৬ জন হাফেজ শিক্ষার্থীর পাগড়ী প্রদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি