
ফাহিম আহমেদ
বরিশালের বাবুগঞ্জে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর এলাকায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব, বিমানবন্দর প্রেসক্লাব ও উপজেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সাংবাদিকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, জামায়াতে ইসলামি বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, আমার বাংলাদেশ পার্টির বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জিএম রাব্বি, মোশাররফ হোসেন লাভলু, রাজীব খান, ইসলামী আন্দোলন বাবুগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা রহমাতুল্লাহ, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, সাংবাদিক শাহাবুদ্দিন বাচ্চু, প্রভাষক সাইফুল ইসলাম, আরিফ হোসেন নয়ন, দৈনিক বর্তমান কথার স্টাফ রিপোর্টার ফাহিম আহমেদ, আব্দুল্লাহ মামুন, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সোহেল সরদার, নাজমুল হক মুন্না প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা বলেন, সত্য সংবাদ প্রচারের কারণে সাংবাদিক তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে, তা সরকারের জন্য লজ্জাজনক। তারা দ্রুত খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে ফাঁসির দাবি জানান। বক্তারা আরও বলেন, এ হত্যার বিচার যেন সাগর-রুনি হত্যার মতো বিলম্বিত না হয়। তা না হলে জনগণই বিচারের ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তারা।
https://shorturl.fm/YNEut
https://shorturl.fm/QGzi4
https://shorturl.fm/6M1FY
https://shorturl.fm/MKwRy
https://shorturl.fm/g8pmJ
https://shorturl.fm/YaoQ9
https://shorturl.fm/sugML
krlq8t
hybbcp
https://shorturl.fm/VueY4
https://shorturl.fm/3rBth
https://shorturl.fm/vQGDY
https://shorturl.fm/BAMHM
https://shorturl.fm/eXxAB
https://shorturl.fm/JvrUa
https://shorturl.fm/w1hbn
https://shorturl.fm/PPSGw
https://shorturl.fm/vW1dp
https://shorturl.fm/hnGMk
https://shorturl.fm/0N2iB
chtaui
https://shorturl.fm/LWoaD
https://shorturl.fm/uzfVI
https://shorturl.fm/bHrT4