

বিনোদন প্রতিবেদক
সাধারণত উল্টো হয়। যদিও এবার সেই ধারণা পাল্টে দিলেন সময়ের সবচেয়ে সফল ও ব্যস্ত নায়িকা শবনম বুবলী। সিনেমা থেকে একধাপ নেমে অভিনয় করলেন গানচিত্রে। সোজা ভাষায় মিউজিক ভিডিওর নায়িকা হলেন তিনি।
‘ময়না’ নামের এই গানচিত্র নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সিনেমা নির্মাতা অংশু। অনুমান করা যায়, এই গানে নিশ্চয়ই বিশেষ কিছু আছে। যার সুবাদে বুবলী এতে অংশ নিয়েছেন। তবে কাজটি সম্পর্কে এর বেশি কিছু তথ্য প্রকাশে অপারগতা জানান সংশ্লিষ্টরা। এটুকু নিশ্চিত হওয়া গেছে, এটাই হতে যাচ্ছে সংবাদ পাঠিকা থেকে নায়িকা হওয়া শবনম বুবলীর প্রথম গানচিত্র।
সম্প্রতি বিএফডিসিতে সেট তৈরি করে গানটির শুটিং শেষ হয়েছে। গানটির সুরকার কলকাতার আকাশ সেন। কিছুদিনের মধ্যে গানটি গানচিল মিউজিক থেকে প্রকাশ হবে ইউটিউবসহ বৈশ্বিক সংগীত মাধ্যমগুলোতে।
শবনম বুবলী অভিনীত অন্তত ৩টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাগুলো হচ্ছে রাখাল সবুজ পরিচালিত ‘সর্দার বাড়ির খেলা’, জাহিদ জুয়েলের ‘পিনিক’ এবং রাশেদা আক্তার নির্মিত ‘শাপলা শালুক’।
mf6lm2
blv912